Tag: naushad siddiqui

ডি এ মঞ্চে নওশাদ সিদ্দিকীর গায়ে হাত, আগন্তুককে ঘিরে হুলুস্থুলু কাণ্ড 

কলকাতা, ১৮ মার্চ — ডিএ অনশন মঞ্চে বক্তৃতা করার সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আচমকা গায়ে হাত তুললেন এক যুবক। শনিবার অজ্ঞাতপরিচয় এক যুবক হঠাৎ বিধায়কের সামনে গিয়ে উপস্থিত হন। মাইক হাতে তখন কথা বলছিলেন নওশাদ। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘‘উনি বিধায়ককে জিজ্ঞেস করেন, সংখ্যালঘুদের জন্য কী করেছেন?’’ জবাবের অপেক্ষা না করেই বিধায়ককে ধাক্কা দেন ওই যুবক।… ...