• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বাবা হচ্ছেন জাহির!

এবার কি বাবা হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান। এমন খবর আনাচে কানাচেতে কান পাতলেই শােনা যাচ্ছে। এখন আইপিএলের জন্য জাহির ও সাগরিকা মরুশহরে।

জাহির-সাগরিকা(Photo Credits: IANS)

করােনা পরিস্থিতি চলাকালীন যেমন দুঃখের খবর পাওয়া গিয়েছে। ঠিক তেমনই বেশ কিছু ভালাে খবরও পাওয়া গিয়েছে। তার মধ্যে যদি ধরা যায় কয়েকদিন আগেই বাবা হয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবং তারপরই আমাদের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও বাবা হতে চলেছেন।

এবার কি বাবা হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান। এমন একটা খবর আনাচে কানাচেতে কান পাতলেই শােনা যাচ্ছে। এখন আইপিএলের জন্য জাহির খান ও তার স্ত্রী সাগরিকা মরুশহরে রয়েছেন। কয়েকদিন আগেই জাহির খানের জন্মদিন উদযাপন করা হয়। আর সেখানে সাগরিকা একটি ঢিলেঢালা পােশাক পড়ে আসেন। আর সেখান থেকেই ব্যাপারটা শােরগােল হতে শুরু করে। তাতেই নাকি বেবি বাম্পের আভাস মেলে।

পরে জাহির-সাগরিকার ঘনিষ্ঠ মহল থেকেও এমন সম্ভাবনার কথা জানা গিয়েছে। তবে জাহির ও সাগরিকা এই ব্যাপারে এখনও মুখ খােলেননি।