• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় দলে অধিনায়কের দৌড়ে এবার যশস্বী

হঠাৎই ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কের দৌড়ে শনিবার উঠে এলো আর একজন তরুণ ক্রিকেটারের নাম। অনেকেই বলছেন শুধু টেস্ট ক্রিকেটারই নন।

ফাইল চিত্র

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে অধিনায়ক কে হবেন তা নিয়ে জোরদার আলোচনা চলছে নির্বাচকদের মধ্যে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে সবার মুখে মুখে ঘুরছিল তরুণ কোনও ক্রিকেটারকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। অধিনায়কের দৌড়ে কোচ গৌতম গম্ভীর তরুণ ক্রিকেটারদের উপরেই আস্থা রেখেছেন। তরুণ ক্রিকেটার হিসাবে শুভমন গিলের নামটা সবার আগে আলোচিত হয়। তাঁর সঙ্গে আলোচনায় যে নামগুলো উঠে আসে তাঁরা হলেন, লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরা। যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়া সফলে ভারতীয় দলের হয়ে দুটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু শেষ টেস্ট ম্যাচে কাঁধে চোট পাওয়ার পরেই তিনি আর ভারতীয় দলে জায়গা পাননি। অবশ্য মোটামুটি ফিট হয়ে আইপিএল ক্রিকেটে অংশ নিয়েছেন। কিন্তু শারীরিক ভাবে যে তিনি পিছিয়ে আছেন তা স্পষ্ট। সেই কারণেই নির্বাচকরা বুমরাকে কোনওভাবেই অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন না। এমনকি সহ অধিনায়ক হিসাবে তাঁর নাম ভাবা হচ্ছে না। কয়েকদিন আগেই কোচ গৌতম গম্ভীর শুভমন গিলের বাড়িতে গিয়েছিলেন। কিছু কথাবার্তাও হয় দু’জনের মধ্যে। তাই আশা করা যায় শুভমনের প্রতি কোচের আস্থা রয়েছে অধিনায়কের ব্যাটনটা তুলে দেবার ক্ষেত্রে। লোকেশ রাহুলকে খুব সম্ভবত সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে এমন একটা ধারণা ক্রমেই স্পষ্ট হচ্ছে। ঋষভ পন্থের ব্যাপারে এখনও সেইভাবে কিছু বলতে চাইছেন না নির্বাচক মণ্ডলীর সদস্য ও কোচ।

হঠাৎই ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কের দৌড়ে শনিবার উঠে এলো আর একজন তরুণ ক্রিকেটারের নাম। অনেকেই বলছেন শুধু টেস্ট ক্রিকেটারই নন। তিনটি ফরম্যাটে তাঁর দক্ষতা দেখতে পাওয়া গিয়েছে। তিনি হলেন নির্ভিক ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। যশস্বী টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা অনেকটাই এগিয়ে থাকবে অধিনায়ক হওয়ার দৌড়ে।
২৩ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই সবার নজর কেড়ে নিয়েছেন। তিনি ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১৭৯৮ রান করেছেন। তার মধ্যে রয়েছে ৪টি শতরান ও ১০টি অর্ধশত রান। তাঁর ব্যাট থেকে এসেছে দু’বার দ্বিশত রান। সবচেয়ে বেশি রান এসেছে যশস্বীর ব্যাট থেকে ২১৪। সেই জায়গায় অবশ্য ৩২টি টেস্ট ম্যাচ খেলেফেলেছেন শুভমন। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৫টি শতরান ও ৭টি অর্ধশত রান এসেছে। সর্বোচ্চ রান করেছেন ১২৮। স্বাভাবিক ভাবেই শুভমানের সঙ্গে লড়াইয়ে চলে এলেন যশস্বী জয়সওয়াল। যশস্বী ভারতের মাটিতে যেমন খেলেছেন তেমনি আবার বিদেশের মাটিতেও দুরন্ত পারফরমেন্স করেছেন। আসলে নির্বাচকরা মনে করছেন দীর্ঘ সময় ধরে যশস্বী ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন। যার ফলে তরুণ ক্রিকেটারের তালিকায় যশস্বী এখন উজ্জ্বল নাম।

Advertisement

Advertisement

Advertisement