আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন ভারতের দুই ক্রিকেটার। দুই ধাপ এগিয়ে এলেন বিরাট কোহলি। এর আগে বিরাটের স্থান ছিল ১০-এ। তিনি এখন ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে একধাপ নেমে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছিলেন পাঁচ নম্বরে। এখন তাঁর জায়গা হল ৬ নম্বরে।
তবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশের তালিকায় জায়গা করে নিতে পেরেছেন ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। তিনি সাত নম্বরে তাঁর জায়গা পাকা করে নিলেন। এবারে এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেলেন জো রুট। তিনি পিছনে ফেলে দিয়েছেন বাবর আজম, স্টিভ স্মিথ ও রোহিত শর্মাকে। তবে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
Advertisement
Advertisement
Advertisement



