প্রথম টেস্টে হেরে যাওয়ার পরেই ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরাকে দ্বিতীয় টেস্টে খেলানো হবে কিনা, তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে ছিল। সবচেয়ে মজার ব্যাপার ভারতীয় শিবিরে বুমরাকে নিয়ে যতই আলোচনা হোক না কেন, নিজে কখনও বলেননি আমি খেলব। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, দ্বিতীয় টেস্টে ভারতীয় প্রথম একাদশে তিনি থাকতে চাইছেন না। অধিনায়ক শুভমন গিল, কোচ গৌতম গম্ভীর বারবার আলোচনায় বসেছিলেন এবং বুমরাকে খেলানো নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই আলোচনার পর অনেকেই ধারণা করেছিলেন দ্বিতীয় টেস্টে বুমরাকে রাখা হবে। ভারতীয় টেস্ট দল ঘোষণা হওয়ার আগেই জানা ছিল, বুমরা কখনওই ইংল্যান্ডের মাঠে প্রতিটি টেস্ট ম্যাচে খেলবেন না। তবে তিনি তিনটি টেস্ট ম্যাচে মাঠে নামবেন। তাই কোন দু’টি টেস্ট ম্যাচে বুমরাকে বাদের তালিকায় রাখা হবে, সেই অঙ্ক কিছুতেই কেউ মেলাতে পারছিলেন না।
আসলে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের পরে মাত্র তিনদিনের ব্যবধানে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে লর্ডসে। চোট সরিয়ে আইপিএল খেলার পরে বেশি পরিশ্রম করার পক্ষে তিনি ছিলেন না। তাই তিনি আগাম জানিয়ে দিয়েছিলেন, ইংল্যান্ড সফরে সব ম্যাচ তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। প্রাক্তন অধিনায়ক থেকে ক্রিকেটাররা বারবার বলছিলেন, বুমরাকে বাদ দিয়ে যদি দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতীয় দল খেলতে নামে, তাহলে বিপদের মুখে পড়তে হবে। তার প্রধান কারণ ছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচটা ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের কাছে। সেক্ষেত্রে বুমরা একটা ফ্যাক্টর। বুধবার সকাল পর্যন্ত কেউই জানতে পারেননি ভারতের প্রথম একাদশে দ্বিতীয় টেস্ট ম্যাচে যশপ্রীত বুমরা নেই। টস করতে যাওয়ার আগে প্রথম একাদশ ঘোষণা করেন কোচ গৌতম গম্ভীর। শুধু তাই নয়, ভারতীয় দলে বেশ কয়েকজন পরিবর্তন হয়েছে। এসেছেন নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশদীপ। টসে হেরে ভারতীয় দল ব্যাট করতে নামে। তবে আশা করা যায়, দ্বিতীয় টেস্টে তৃতীয় টেস্টে যশপ্রীত বুমরা খেলবেন।
দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবকে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু গৌতম গম্ভীর কুলদীপ যাদবকে দলে না রেখে সেখানে নিয়ে আসেন ওয়াশিংটন সুন্দরকে। আসলে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ের গভীরতা কুলদীপের থেকে বেশি। এ প্রসঙ্গে শুভমন বলেন, আমরা ওকে খেলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু গত ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সেইভাবে ভালো খেলতে পারেননি। ব্যাটিংয়ে গভীরতা আনতেই ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়েছে।
এদিকে ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় মাত্র ৩৫ রান করে। তার মধ্যে একটি উইকেটও পড়ে যায়। ওকসের বলে বোল্ড আউট হন লোকেশ রাহুল। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে দেরিতে ব্যাট নামান রাহুল। বল তাঁর ব্যাটের কোণায় উইকেট ভেঙে দেয়। ভারতের রান সংখ্যা তখন স্কোরবোর্ডে ১ উইকেটে ১৫। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল শতরান করেছিলেন। দ্বিতীয় উইকেট জুটিতে খেলতে আসেন জয়সওয়ালের পাশে করুণ নায়ার। করুণ শুরুটা ভালোই করেছিলেন। তবে তিনি অর্ধ শতরান করার আগেই আউট হয়ে যান। ব্রাইডন কর্সের বলে করুণ দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুকের হাতে। করুণ নায়ার ৩১ রান করার ফাঁকে ৫০টি বল খেলেছিলেন। মেরেছেন পাঁচটি চার। যশস্বী জয়সওয়াল বেশ ভালো ফর্মেই খেলছেন। করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পরে জয়সওয়ালের সঙ্গে খেলতে আসেন অধিনায়ক শুভমন গিল। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতীয় দল ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে। তখন খেলছিলেন যশস্বী ৬২ রানে ও শুভমন ১ রানে।
দ্বিতীয় সেশনে ভারতীয় ক্রিকেটাররা ধীর গতিতে রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। ২ উইকেটে ১৪৯ রানে লড়াই করছে ভারত। ইংল্যান্ডের বোলাররাও সেইভাবে লড়াকু মনোভাব খেলতে পারছেন না। যশস্বী জয়সওয়াল শতরানের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন। কিন্তু অল্পের জন্য তাঁর শতরান হাতছাড়া হয়ে গেল। তিনি ৮৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। বেন স্টোকসের বলে যশস্বী জেমি স্মিথের হাতে ধরা পড়েন। তিনি ১০৭টি বল খেলেছেন। মেরেছেন ১৩টি বাউন্ডারি। যশস্বী যদি শতরান করতে পারতেন, তাহলে তাঁর নামের পাশে পরপর দু’টি টেস্টে শতরান লেখা হত। চতুর্থ উইকেট জুটিতে শুভমনের সঙ্গে খেলতে আসেন ভারতের ঋষভ পন্থ। শেষ খবর পাওয়া পর্যন্ত শুভমন গিল ৫৭ রানে ও ঋষভ পন্থ ২৫ রানে উইকেটে রয়েছেন। ভারতের রান ৩ উইকেটে ২০৮।