• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শামিকে ছাড়াই কি ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড উড়ে যাবে

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে শামি এখনও টেস্ট খেলার জন্য তৈরি নন বলেই দাবি করা হয়েছে।

ফাইল চিত্র

ভারতের মাটিতে ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচে ভারতের অন্যতম পেসার মহম্মদ শামি চোট পান। তারপর থেকেই বাংলার শামি কিছুটা পিছিয়ে পড়েন দ্রুত বল করার চেষ্টায়। পুরোপুরি ফিট হতে বেশ কিছুদিন সময়ও নেন। তারপরে রঞ্জি ট্রফিতে খেললেও সেইভাবে ভারতীয় দলে প্রভাব ফেলতে পারেননি। এমনকি আইপিএল ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে কথা উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, শামি পুরোপুরি ফিট না হওয়ায় বল করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হয়তো সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকমণ্ডলী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজে শামিকে দলে রাখবেন কিনা, তা নিয়ে চিন্তা বড় করে দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন, মহম্মদ শামিকে ছাড়াই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ড সফরে। আগেই যা আশঙ্কা করা গিয়েছিল, তা সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চোট পাওয়ার পরে এক বছর বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যেমন খেলেছিলেন, আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু লাল বলের ক্রিকেটে খেলার জন্য এই মুহূর্তে শামি ফিট নন।
যেমন ভারতীয় দলে যশপ্রীত বুমরাকে রাখা হলেও টানা বল করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে। তিনিও চোট সারিয়ে দলে ফিরলেও নির্বাচকরা ভারতীয় দলে নেতা হিসেবে পছন্দের তালিকায় রাখছেন না। অবশ্য অস্ট্রেলিয়া সফরে বুমরা দু’টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। প্রথম টেস্ট ম্যাচটি তাঁরই নেতৃত্বে জয় এসেছিল। আবার পঞ্চম বা শেষ টেস্ট ম্যাচে পার্থে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। সেই সময় বুমরার জায়গায় বিরাট কোহলি সাময়িকভাবে দলকে নেতৃত্ব দেন।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে শামি এখনও টেস্ট খেলার জন্য তৈরি নন বলেই দাবি করা হয়েছে। টেস্ট খেলার ধকল শামি নিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে চিকিৎসকদের। জানা গেছে, ‘আইপিএলে চার ওভার বল করছে শামি। কিন্তু বোর্ড বা নির্বাচকেরা জানেন না এক দিনে ১০ ওভার বল করতে পারবে কি না। ইংল্যান্ডে পেসারদের হয়তো বেশি ওভার বল করতে হবে। তাই ঝুঁকি নেওয়া সম্ভব নয়।’

Advertisement

যশপ্রীত বুমরা তিনটির বেশি টেস্ট খেলবেন না বলে জানিয়েছেন। শামিও যদি দলে না থাকেন, তা হলে ভারতীয় পেস আক্রমণ কিছুটা দুর্বল হয়ে যাবে। শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম খেলতে নামবে ভারতীয় দল। বিশ্বস্ত সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। পাশাপাশি বলতে পারা যায়, গুজরাত টাইটানস দলকে নেতৃত্ব দিয়ে এবারের আইপিএল ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন শুভমন। এমনকি প্লে-অফ ম্যাচে খেলার চেষ্টায় তাঁর ভূমিকা দেখতে পাওয়া গিয়েছে।

Advertisement