আইপিএল ক্রিকেট চলাকালীন ভারতের প্রথম সারির খেলোয়াড় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে আরও কয়েকজন খেলোয়াড়ের নাম উঠে এসেছে। তাঁরাও ওই পথের পথিক হতে পারেন। যে নামটা নিয়ে ক্রিকেট মহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুঞ্জন শুরু হয়েছে, তিনি হলেন সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম বোলার মহম্মদ শামি। বাংলার মহম্মদ শামি গত বছর বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মাটিতে দুরন্ত বোলিং করেন।
শুধু তাই নয়, ফাইনালে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন। সেই চোট নিয়ে বল করলেও ভারতের জয় দেখতে পাওয়া যায়নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করে। তারপরে ভারতের মাটিতে নিউজিল্যান্ড খেলতে এলে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। আবার অস্ট্রেলিয়া সফরেও প্রথম দিকে ভাবা হয়েছিল ভারতীয় দলে মহম্মদ শামিকে রাখা হবে। কিন্তু সেই চোটের কারণেই দলের বাইরে থাকতে হয় শামিকে। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে কিছুটা ফিট হলেও, সেইভাবে নিজেকে প্রকাশ করতে পুরোপুরি পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে খেলার সুযোগ এসেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে আইপিএল ক্রিকেটে মেগা নিলামে শামি প্রথমে না থাকলেও পরে হায়দরাবাদ দল তাঁকে তুলে নেয়।
সামনেই রয়েছে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর। সেই সফরে মহম্মদ শামি জায়গা পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কোচ গৌতম গম্ভীর এমন কোনও আশার কথা বলতে পারছিন না শামিকে নিয়ে। আসলে শামি নিজেই হয়তো পুরোপুরি ফিট নন। এমন যদি হয়, ইংল্যান্ড সফরে তাঁর জায়গা হল না, সেক্ষেত্রে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ভাবনাকে বড় করে দেখতে চেষ্টা করবেন। একদিনের ক্রিকেটে বা টি-টোয়েন্টি ক্রিকেটে অল্প ওভার বল করতে হয়। কিন্তু টেস্ট ক্রিকেটে কমপক্ষে ১৫ ওভার বল করতে হয় বোলারদের। সেক্ষেত্রে শামির পক্ষে বল করা সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন, যদি শামিকে দলে নেওয়া হয়, সেক্ষেত্রে চোটের কারণে তিনি যদি ঠিকমতো বল করতে না পারেন, তাহলে সমস্যা তৈরি হবে। সেই জায়গায় তরুণ কোনও বোলোরকে সুযোগ দেওয়া যায় কিনা, তা নির্বাচকরা ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।
আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচটি টেস্টের মধ্যে যশপ্রীত বুমরাকে রাখা হলেও তিনিও পুরোপুরি ফিট কিনা, সে প্রশ্নও উঠেছে। হয়তো বুমরাকে তিনটির বেশি টেস্ট ম্যাচ খেলানো হবে না। যেমন রোহিত-কোহলি ছাড়া ভারতীয় দল গঠন হবে, সেক্ষেত্রে অভিজ্ঞ খেলোয়াড়ের পরামর্শ অনেকটাই দলকে ভাবাবে। আবার শামি যদি বাদ যান, সেক্ষেত্রে বোলিং বিভাগে অভিজ্ঞতা কমবে। এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাইছেন না বলেই মহম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন।