• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গােটা দুনিয়া নর্মালে, আমরা কোয়ারেন্টিনে কেন ? সরব রাহানে

ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেন,কোয়ারেন্টাইন নিয়ে আমরা মােটেও ভীত নই।গােটা দুনিয়া যখন স্বাভাবিকভাব,আমাদের কোয়ারেন্টাইনে থাকা খুবই চ্যালেঞ্জের মতন।

অজিঙ্কা রাহানে (ছবি: IANS)

মুখ খুললেন ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেন, কোয়ারেন্টাইন নিয়ে আমরা মােটেও ভীত নই। কিন্তু গােটা দুনিয়া যখন স্বাভাবিকভাবে চলছে, তখন শুধু আমাদের কোয়ারেন্টাইনে থাকা খুবই চ্যালেঞ্জের মতন।

তবে আমরা এই মুহূর্তে শুধু ক্রিকেট খেলার দিকে তাকিয়ে রয়েছি। কিন্তু আমাদের কেলা এমন কেন কঠোর নিয়ম নাতি করা হচ্ছে সেটা তাে আমার মাথায় ঢুকছে না। আমরা সব কিছু করতে প্রস্তুত রয়েছি। কিন্তু এটা এখন মানতে পারছি না।

Advertisement

Advertisement

Advertisement