• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

ব্যাট হাতে রেকর্ড গড়ার বিশ্বকর্মা বৈভব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় যুব একদিনের ম্যাচে বৈভব সতীর্থ অ্যারন জর্জের সঙ্গে মিলিতভাবে ২২৭ রানের ওপেনিং পার্টনারশিপ করে।

ভারতের অধিনায়ক বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শতরান করলেল। সবাইকে ১৪বছর বয়সী বিস্ময় কিশোর বৈভব অবাক করে দিয়েছেন। সে তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র ৬৩ বলে শতরান পূর্ণ করেন। ভারত এ দলের হয়ে ব্যাট হাতে ফের ঝলসে উঠল বৈভব। শতরান করার পথে তাঁর ঝোড়ো ইনিংসে ৮টি ছয় এবং ৬টি চার আসে। এর আগে দ্বিতীয় একদিনের ম্যাচে বৈভব দুরন্ত হাফসেঞ্চুরি করেছিলেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে যুব একদিনের সিরিজ ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নেতৃত্বে ভারতীয় দল এখনও পর্যন্ত দুটি একদিনের ম্যাচেই জয়লাভ করেছে।

এককথায় সিরিজ ভারতের পকেটে। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। সেই ম্যাচেও রানের পাহাড়ে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় যুব একদিনের ম্যাচে বৈভব সতীর্থ অ্যারন জর্জের সঙ্গে মিলিতভাবে ২২৭ রানের ওপেনিং পার্টনারশিপ করে। ৫০ ওভারে ৩৯৩/৭ তুলেছে ভারত। ২৪ বলে অর্ধশতরান বৈভব সূর্যবংশী ইনিংসের শুরুটা খুবই আগ্রাসী মেজাজে করেছিলেন। ২৪ বলে অর্ধশতরান করেন, এরপর পরের ৫০ রান করতে ৩৯ বল খেলেন। এখন পর্যন্ত সূর্যবংশীর ৯ ম্যাচের লিস্ট-এ কেরিয়ারে দ্বিতীয় শতরান। তার ব্যাটে ঝড় থামার কোনও লক্ষণই নেই।

Advertisement

তৃতীয় যুব একদিনের ম্যাচে সূর্যবংশী ৭৪ বলে ১২৭ রান করে আউট হয়নি। এই ইনিংসে সে ৯টি চার এবং ১৯টি ছয় মারেন। লিস্ট-এ কেরিয়ারে বৈভব তার প্রথম শতরান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে করেছিল। সেই ম্যাচে সে ১৭১ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিল। রানের পাহাড় গড়ছেবৈভব সূর্যবংশী বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ২ ম্যাচ খেলেছিল। সেই টুর্নামেন্টে বৈভব অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রান করে। এদিকে, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে জয় তুলে নিয়েছে বৈভবের ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে ২৩৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল তারা। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। এই ম্যাচে বৈভব ও অ্যারন শতরান করেছেন।

Advertisement

Advertisement