ফের রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। তবে, এবার আর ব্যাট হাতে নয়। সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন বিহারের এই ব্যাটসম্যান। ভেঙে ফেললেন পাকিস্তানের আহমেদ শাহজাদের ১৯ বছরের পুরানো রেকর্ড। শনিবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বৈভব টস করার সঙ্গে সঙ্গে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। মাত্র ১৪ বছর ২৮২ দিন বয়সে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিলেন বৈভব সূর্যবংশী।
বিশ্বের আর কোনও ক্রিকেটার এত কম বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। এর আগে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে ১৫ বছর ১৪১ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন আহমেদ শাহজাদ। ২০০৬ সালে তিনি এই নজির গড়েছিলেন তিনি। এদিন সেই রেকর্ডই ভেঙে দিলেন ভারতের এই তরুণ তুর্কি। তবে শুধু বিশ্বরেকর্ড নয়, ভারতের সবচেয়ে কমবয়সী অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার নজিরও গড়লেন তিনি।
Advertisement
ভেঙে দিলেন অভিষেক শর্মার রেকর্ড। ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক। এদিন সেই নজিরও নিজের দখলে করে নিলেন বিহারের এই তরুণ ব্যাটসম্যান। আসলে, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারছেন না। তার পরিবর্তে আপাতত সেই দায়িত্ব সামলাচ্ছেন বৈভব। তবে মনে করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে এই দুই ক্রিকেটারের কোনও সমস্যা হবে না। আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবোয়ে এবং নাম্বিয়া শুরু হবে এই টুর্নামেন্ট।
Advertisement
Advertisement



