বিজয় হাজারে ট্রফির প্রথমদিনেই শতরানে নাম লেখালেন রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, ঈশান কিশান, এমনকি তরুণ বৈভব সূর্যবংশী ও সাকিবুল গনি। বুধবার রাঁচির মাঠে ব্যাট হাতে আবার বৈভব ঝড়ের গতিতে ব্যাট করল। ব্যাট হাতে দুরন্ত নজির গড়ল সে। তবে, তাঁর সেই নজির বেশিক্ষন স্থায়ী হল না। আড়াই ঘণ্টার মধ্যে বৈভবের সেই রেকর্ড ভেঙে দিলেন তার দলেরই অধিনায়ক সাকিবুল গনি।
এদিন অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বৈভব ও গনির দাপটে ৫৭৪ রান তোলে বিহার। দলের হয়ে ওপেন করতে নেমে মঙ্গল মাহরুরকে সঙ্গে নিয়ে ঝড় তোলে তরুণ বৈভব। ৩৬ বলে শতরান পূর্ণ করে কিশোর এই তারকা ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে ৮৪ বলে ১৯০ রান আসে। দ্বিশতরানের ইনিংস হাতছাড়া হলেও কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ক্রিকেটে শতরান করার বিশ্বরেকর্ড গড়েন। তবে, কিছুক্ষণের মধ্যেই বৈভবের এই রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ ক্রিকেটার তথা অধিনায়ক সাকিবুল গনি। ৩৫ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি।
Advertisement
তবে, দ্রুততম শতরানের রেকর্ড গড়তে না পারলেও দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। তার ১৫০ রান আসে ৫৪ বলে। অন্যদিকে, অধিনায়ক গনির ব্যাট থেকে আসে ১২৮ রান। ধোনির শহরে এছাড়াও বিহারের হয়ে শতরান পেয়েছেন আয়ুষ লহারুকা। এই তিন ব্যাটসম্যানের দাপটে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৭৪ রান তোলে বিহার। জবাবে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অরুণাচলপ্রদেশ।
Advertisement
Advertisement



