রোহিত বনাম হার্দিকের লড়াই মাঠের বাইরেও

Written by SNS March 30, 2024 1:09 pm

মুম্বই– এমনটা চললে এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স কোথায় গিয়ে শেষ করবে! টানা দুটি ম্যাচ হেরে তারা একেই চাপে পডে়ছে৷ তবে এটাই তাদের সম্পর্কে শেষ কথা লিখে দেওয়ার মতো কিছু হয়নি৷ এর আগে টানা পাঁচ ম্যাচ হেরেও মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে৷ তাই টানা দুটি ম্যাচ হার তাদের একেবারে শেষ করে দেবে না৷ কিন্ত্ত দলের মধ্যে ক্রিকেটারদের নিয়ে যা চলছে তা সুখের নয়৷ হতাশা বললেও কম বলা হয়৷ রোহিত শর্মা বনাম হার্দিক পান্ডিয়া নিয়ে ঝড় অনেকদিন আগে থেকে চলছে৷ এখন সেটা ক্রমশ সামনে চলে আসছে৷ ড্রেসিংরুম দুভাগ হয়ে গিয়েছে৷ রোহিতের দলে আছেন জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা সহ আরও অনেকে৷ হার্দিকের সঙ্গে আছেন ইশান কিষান সব বেশ কয়েকজন ক্রিকেটার৷

রোহিত দলকে অধিনায়ক হিসেবে চালিয়েছেন দশ বছর৷ এই দশ বছরে তিনি পাঁচবার আইপিএল জিতেছেন৷ হার্দিক অধিনায়ক হয়ে এবারই মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছেন৷ গুজরাটকে নিয়ে দারুন কিছু দেখাতে পারলেও এখানে এখনও পর্যন্ত কিছু করতে পারেননি৷ তার উপর দলকে চালানোর ক্ষেত্রে বেশ কিছু ভুল সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে৷ প্রথম ম্যাচে বুমরাকে নিয়ে এসেছেন তিন নম্বর বোলার হিসেবে৷ নিজে ব্যাট করতে নেমেছেন সাত নম্বরে৷ সানরাইজার্সের বিরুদ্ধে নিজে পাঁচ নম্বরে এলেও বুমরাকে দিয়ে নতুন বল শুরু করেননি৷ এমন কি পাঁচ নম্বর ওভারে বুমরাকে দিয়ে এক ওভার করিয়ে সরিয়ে নেন৷ তারপর বুমরা আসেন ১৩ নম্বর ওভারে৷ ততক্ষণে ব্যাটসম্যানরা সেট হয়ে গিয়েছেন৷ সেই জায়গায় বল করতে এসে বুমরা কি করবেন৷ এভাবে দল নিয়ে চলতে থাকলে জেতা সম্ভব নয়৷ সানরাইজার্স ম্যাচে নিজে পাঁচ নম্বরে এসে কী করলেন৷ ২০ বল খেলে ২৪ রান৷ যখন রান রেট ১৫ পার করে গিয়েছে, তখন অধিনায়কের এমন ব্যাটিং দলকে আস্থা দিতে পারে! মাঠে তিনি এমন সব করছেন যা দেখে সকলের মনে হবে তাঁর সঙ্গে সকলের দারুন সম্পর্ক৷ কিন্ত্ত আদপে তো নয়ই৷ সেটাই মাঠের বাইরে বড় হয়ে দেখা দিচ্ছে৷ এটা গিয়ে পডে়ছে ড্রেসিংরুমে৷ সব থেকে অবাক করার ব্যাপার এটাই যে হার্দিকের সঙ্গে এ ব্যাপারে চলছেন দলের অন্যতম কর্তা আকাশ আম্বানি৷ তাঁরা গুজরাট থেকে হার্দিককে নিয়ে এসেছিলেন৷ এখন তাঁর পাশে না দাঁড়ালে নিজেদের সিদ্ধান্ত বুল বলে প্রমানিত হবে৷ তাই ইচ্ছে থাকলেও রোহিতের দিকে তাঁরা যেতে পারবেন না৷ আর এটাই দলকে ক্রমশ চাপে ফেলছে৷

মুম্বই পরের ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷ আগের দুটি ম্যাচে গ্যালারি থেকে অধিনায়ক হার্দিককে নিয়ে কম ঝড় ওঠেনি৷ এখন যদি ঘরের মাঠে এক ছবি দেখা যায়, তা হলে কী প্রমান হবে৷ এখন সবাই এটার দেকার অপেক্ষায়৷ হায়দরাবাদ ম্যাচ হারের পর বোলিং কোচ লাসিত মালিঙ্গা এগিয়ে গিয়ে হার্দিককে জডি়য়ে ধরতে চান৷ তিনি তাঁকে সরিয়ে দিয়ে অন্য ক্রিকেটারদের দিকে এগিয়ে যান৷ এটা লাসিথকে অপমান করা নয়! তাঁর মতো একজন ক্রিকেটারের সঙ্গে দলের অধিনায়ক এমন ব্যবহার করতে পারেন৷ কে শুনবে এসব কথা৷ দলের কর্তারা যদি এগিয়ে এসব ঝামেলা না মেটান তা হলে মুম্বইকে আরও বড় ঝামেলা হবে৷