ভিশন অফ বেঙ্গল ও অল বেঙ্গল রিপােটার্স ক্লাবের পক্ষ থেকে বাংলার গৌরব সম্মান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের হাতে দেওয়া হয়। কবাডি প্রসারে ও উন্নয়নে মন্ত্রী সুব্রত মুখার্জির অব্দানে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়। আইলিগ দ্বিতীয় ডিভিসনে মহমেডান স্পাের্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় সফল ফুটলারদের সম্বর্ধনা দেওয়া হয়।
এরাজ্যে খেলাধুলােকে বিশেষভাবে পরিচিতি করে দেবার ক্ষেত্রে আইএফএ সচিব জয়দীপ মুখার্জিকে বিশেষ সম্মান দেওয়া হয়। মফস্বল থেকে বাংলা ফুটবলে নতুন দিশারী হিসেবে রেনবাে অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদারকে বাংলার গৌরব সম্মান দেওয়া হয়।
Advertisement
এছাড়া সাংবাদিকতার জন্য পুরস্কৃত হন দেবাশিস দত্ত এবং জাফর আলি খান, ক্রীড়া সাংবাদিক শেখ মহিন ও অসিত চ্যাটার্জি সম্মানিত হয়েছেন অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক সরােজ চক্রবর্তী
Advertisement
Advertisement



