• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শোয়েব আখতারের ভালোবাসায় মুগ্ধ সানি

ক্রিকেটের ক্রিকেটের নিজেদের দেশের হয়ে খেলার সময় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে না দিলেও, মাঠের বাইরে প্রত্যেকে একে অপরের খুব ভালো বন্ধু।

সুনীল গাভাসকার (Photo: IANS)

ক্রিকেটের ক্রিকেটের নিজেদের দেশের হয়ে খেলার সময় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে না দিলেও, মাঠের বাইরে প্রত্যেকে একে অপরের খুব ভালো বন্ধু। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররা এখন দু’দেশের সম্পর্কের কথা মাথা থেকে বার করে ফেলে ক্রিকেটকে সামনে রেখে ধারাভাষ্যকার রুমে একসঙ্গে বসেন এবং পুরানো স্মৃতি চারণা করার পাশাপাশি ক্রিকেট নিয়েও আলোচনা করেন।

তাদের দেখে মনেই হবে না তারা আলাদা দেশের ক্রিকেটার। সেখানে ভারত-পাক মহারণ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার আগে শোয়েব আখতারে মুগ্ধ সুনীল গাভাসকার।

Advertisement

একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা গিয়েছে, সুনীল গাভাসকারের ঘাড়ে শোয়েব আখতার মালিশ করে দিচ্ছেন।

Advertisement

এই ছবিটা দেখার পর সানি পোস্ট করে লেখেন, ‘শোয়েব বল করে ব্যাটসম্যানদের ঘাড়ে ব্যথা দেওয়ার সঙ্গে সঙ্গে আঘাতও করতে পারে, কিন্তু সেইসঙ্গে ও ভালো মালিশও করে সেটা বলতেই হবে।’

Advertisement