মাইলফলক ম্যাচে গোল পেলেন সুনীল তবুও হার ভারতের

Written by SNS March 27, 2024 4:27 pm

গুয়াহাটি— ভারতীয় ফুটবল দলের গোল করার ক্ষেত্রে সুনীল ছেত্রীর ভূমিকা অবশ্যই উজ্জ্বল৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি খেলায় সুনীলের কাছে অন্য একটি আবেগ ছিল৷ সুনীল নিজের ১৫০তম ম্যাচের খেলায় মাঠে নেমেছিলেন৷ পেনল্টি থেকে গোল করলেন সুনীল৷ ১৫০ ম্যাচে তাঁর ৯৪টি গোল হয়ে গেল৷ সুনীলকে নিয়ে সবসময় একটা কাহিনি বলা হয়ে থাকে৷

দেশের হয়ে প্রথম খেলতে নামার দিনও সুনীল গোল করেছিলেন৷ শুধু তাই নয়, ২৫তম ম্যাচে গোল করেছেন৷ আবার ৫০তম খেলায় সুনীলের পা থেকে গোল এসেছে৷ ৭৫তম লড়াইয়ে সেখানেও সুনীলের গোল রয়েছে৷ ১২৫তম খেলায় দেশের হয়ে গোল করে নিজেকে প্রমাণ করেছেন গোলদাতা হিসেবে সবাইকে টেক্কা দিতে পারেন৷ তাই গোল করার ওস্তাদিপনায় অবশ্যই সুনীলের নাম ভারতীয় ফুটবলের ইতিহাসে লেখা থাকবে৷ সুনীল ছেত্রী এক স্টেপে পেনাল্টি থেকে গোল করতে বড় কারিগর৷ মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের খেলার দিকে সবার নজর ছিল৷ ভারত যখন পেনাল্টি পেল, তখনই সুনীল এগিয়ে যান শট নিতে৷ আফগানিস্তানের দীর্ঘদেহী গোলরক্ষক আজিজি প্রস্ত্তত ছিলেন সুনীলের শটটি ফিরিয়ে দেবেন৷ সুনীলের শটে দারুণ গতি ছিল৷ গোলরক্ষক আজিজি ঠিক লক্ষ্যেই শরীর ছুঁড়েছিলেন৷ কিন্ত্ত তার আগেই সুনীলের শট জালে জড়িয়ে যায়৷

এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে সুনীলের গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভারতকে হারতে হল
১-২ গোলের ব্যবধানে৷