বুধবার বিশ্বকাপের আসরে অত্যন্ত ধৈর্য্যশীল ইনিংস খেলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে রােহিত শর্মা ভারতকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয় এনে দিয়েছেন।
একটা সময় ভারতীয় দল শুরুতে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট হারিয়ে পুরােপুরি চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে রােহিতের অপরাজিত শতরান শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মুখে হাসি ফুটিয়ে দেন।
Advertisement
এদিকে আইসিসি অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে ভারতীয় ওপেনার রােহিত শর্মার এটা ছিল দ্বিতীয় শতরান এবং নিজের একদিনের ক্রিকেটে তেইশতম শতরান। ২০৭ টি ম্যাচ খেলে রােহিত এই শতরান করে ফেলেন এবং একদিনের ক্রিকেটে শতরান করার দৌড়ে তিনি টপকে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।
Advertisement
সােরভ ৩১১ টি ম্যাচ খেলে বাইশটি শতরান করেছিলেন। রােহিতের সামনে শুধু এখন রয়েছেন ডিভিলিয়ার্স, গেইল ও সাঙ্গাকারা।
আরাে একটা কথা বলা ভালাে, ২০১১ (সেহবাগ), ২০১৫ (বিরাট), ২০১৯ (রােহিত) সালের বিশ্বকাপের শুরুতেই ভারতীয় সহ অধিনায়করা শতরান করে নজির গড়লেন বিশ্বকাপের ইতিহাসে।
Advertisement



