• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য সৌরভের বিশেষ উপহার

ডা . অর্ণব গুপ্তা জানান , সৌরভ ও স্নেহাশীষ তাঁর ছোটবেলার বন্ধু হিসেবে তাদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞ।

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তার পঞ্চাশতম জন্মবর্ষ উপলক্ষে ঠাকুর পুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্ট্রারের শিশু রোগীদের জন্য সিএবি’র কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ উপহার পাঠিয়ে দিয়েছেন।

সৌরভ লন্ডনে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে শুভময় দাস , শ্রীমন্ত মন্ডল , অশোক বৰ্মা প্রমুখ শিশুদের জন্য বিশেষ উপহার নিয়ে ক্যান্সার হাসপাতালে শিশুরোগীদের হাতে তা তুলে দেন।

Advertisement

সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টারের ডিরেক্টর ডা . অর্ণব গুপ্তা জানান , সৌরভ ও স্নেহাশীষ তাঁর ছোটবেলার বন্ধু হিসেবে তাদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞ।

Advertisement

Advertisement