• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রঞ্জিতে ঋষভ ও নায়ার খেলতে নামছেন

দীর্ঘ সাত বছর বাদে ভারতীয় টেস্ট দলে ডাক পেলেও ইংল্যান্ড সফরে সেই অর্থে কিছুই করতে পারেননি। তিনি ইংল্যান্ড মাঠে চারটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋষভ পন্থ ইংল্যান্ড সফরে চোট পেয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এমনকি অনুশীলনে মাঠে নেমে পড়েছেন। আসন্ন রঞ্জি ট্রফি ক্রিকেটে ঋষভকে দেখতে পাওয়া যাবে দিল্লির জার্সিতে খেলতে। এখানে উল্লেখ করা যেতে পারে, চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলতেই পারেননি। সেই জায়গায় সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের জন্যে ভারতীয় দলে ঋষভকে রাখা হয়নি। এমনকি এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলতে পারেননি। তাই নিজেকে ফিট বলে মনে করে ঋষভ ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ২৫ অক্টোবর থেকে রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে। আগামী নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি একদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ রয়েছে। তাই ঋষভ পন্থ যদি রঞ্জি ট্রফিতে ঠিকমতো খেলতে পারেন, তাহলে ভারতীয় দলে ফেরায় কোনও সমস্যা থাকবে না।

Advertisement

অন্যদিকে, ভারতের ক্রিকেটার করুণ নায়ারকে দেখতে পাওয়া যাবে রঞ্জি ট্রফিতে কর্ণাটক দলের জার্সিতে। দীর্ঘ সাত বছর বাদে ভারতীয় টেস্ট দলে ডাক পেলেও ইংল্যান্ড সফরে সেই অর্থে কিছুই করতে পারেননি। তিনি ইংল্যান্ড মাঠে চারটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন। তাই পরবর্তী সময়ে করুণ নায়ারের কোনও জায়গা হয়নি ভারতীয় দলে। বাদ পড়ায় করুণ নায়ার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কী কারণে ভারতীয় দলে জায়গা পেলাম না তা আমার জানা নেই। তাই ভারতীয় দলে কামব্যাক করার জন্যে করুণ নায়ার কর্ণাটক দলের হয়ে মাঠে নামতে চলেছেন।

Advertisement

আগামী ১৫ অক্টোবর থেকে রাজকোটে কর্ণাটক দল খেলবে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে। দু’বছর বিদর্ভের হয়ে খেলার পর এবারে কর্ণাটকের হয়ে খেলবেন। তাই ক্রিকেটার করুণ নায়ারের প্রতি সবার নজর থাকবে।

Advertisement