আগামী শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। শুরু হওয়ার আগেই পার্থের উইকেট নিয়ে সমস্যায় পড়ে গেছেন পিচ কিউরেটররা। বুধবার হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তবুও পিচ যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেদিকে সতর্ক রাখা হয়েছে। পিচে বাউন্স ও গতি থাকবে বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে। কিন্তু ভারতীয় বোলাররা অনেকটাই বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে খেলার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে জানা গিয়েছে ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন অলরাউন্ডার নীতিশকুমার রেড্ডি। তাই কোচ গৌতম গম্ভীর উইকেট প্রত্যক্ষ করার পরে প্রথম একাদশ বেছে নেবেন খেলার দিন সকালে। আবার এও জানা গিয়েছে, এখানকার উইকেট সবুজ গালিচার মতো হচ্ছে। সেই কারণে বোলাররা আসল কাজটা করে ফেলতে পারবেন। ভারতীয় শিবির থেকে জানা গেছে, ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে হয়তো চমক দেওয়া হতে পারে।
Advertisement
Advertisement
Advertisement



