টেস্ট সিরিজ হারের মুখে ইংল্যান্ড। এখানে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ৪৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ২০৭ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে ইংল্যান্ড শিবির। পঞ্চম দিনে ম্যাচ জিততে তাদের এখনও ২২৮ রান দরকার। প্যাট কামিন্স ও নাথান লায়নদের দাপটে ইংল্যান্ড প্রায় ধরাশায়ী ।
ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পার্থে ও ব্রিসবেনে প্রথম দু’টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নেয়। সিরিজের তৃতীয় ম্যাচের শুরু থেকেও দাপট দেখাতে থাকেন ট্র্যাভিস হেড ও অ্যালেক্স ক্যারিরা। প্রথম ইনিংসে অ্যালেক্স ক্যারির শতরানে ভর করে ৩৭১ রান তোলে অস্ট্রেলিয়া। তার জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে, ৮৫ রানের বড় লিড পায় অজিরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেডের দুরন্ত শতরানে ৩৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতে ১৪২ রানে সাজঘরে ফিরে যান ট্র্যাভিস হেড। পরে ব্যক্তিগত ৭২ রানের মাথায় বেন স্টোকসের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ আউট হন অ্যালেক্স ক্যারিও। কিন্তু, জবাবে ব্যাট করতে নেমে ফের একবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে যায় ইংল্যান্ড শিবির।
Advertisement
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩১ রানের ২ উইকেট হারায়। তারপরে দলের হাল ধরার কিছুটা চেষ্টা করেন ওপেনার জ্যাক ক্রলি। প্রথমে জো রুট ও পরে হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। তবে, দুই অজি বোলার প্যাট কামিংস ও নাথান লায়নের দাপটে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই বোলারই তিনটি করে উইকেট পেয়েছেন। তাঁদের আগুনে বোলিংয়ে চতুর্থ দিনের শেষে ২০৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপের মধ্যে দাঁড়িয়ে ইংল্যান্ড দল।
Advertisement
Advertisement



