লিগের শেষদিনে গুয়ার্দিওয়ালার হুঙ্কার লিভারপুল নিয়ে একটিও কথা নয়

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নশিপ নির্ধারনী ম্যাচ দুটির আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা তাঁর খেলােয়াড়দের এবং কোচিং স্টাফদের উদ্দেশ্যে রবিবার হুঙ্কার ছেড়েছেন।

Written by SNS Manchester | May 13, 2019 4:15 pm

পেপ গুয়ার্দিওয়ালা (Photo: Xinhua/Matthew Impey/IANS)

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নশিপ নির্ধারনী ম্যাচ দুটির আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা তাঁর খেলােয়াড়দের এবং কোচিং স্টাফদের উদ্দেশ্যে রবিবার হুঙ্কার ছেড়েছেন।

গুয়ার্দিওয়ালা তাদের বলেছেন, খেতাব জয়ে সিটির প্রতিদ্বন্দ্বী লিভারপুল নিয়ে তারা যেন একটা কথাও না বলে। ম্যানচেস্টার সিটি ব্রাইটনের বিরুদ্ধে এবং লিভারপুল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে লিগে তাদের শেষ ম্যাচ খেলতে নেমেছে। গুয়ার্দিওয়ালার দল সামান্য এগিয়ে রয়েছে কারণ তারা লিভারপুলের থেকে এক পয়েন্ট এগিয়ে।

আসলে মনে হচ্ছে যেটা তাহল লিগের এই শেষদিনে গুয়ার্দিওয়ালা কোনওরকম মনােসংযােগে বিঘ্ন পছন্দ করছেন না। তাঁর হুঙ্কর ছাড়ার উদ্দেশ্য খেলােয়াড়রা এবং কোচিং স্টাফরা যেন তাদের কাজের দিকেই ফোকাস করে।

দ্য সান সংবাদপত্রের খবর অনুযায়ী গুয়ার্দিওয়ালা একেবারে পরিষ্কার বলে গিয়েছেন, লিভারপুল কি করছে অথবা করবে তা তিনি জানতেও চান না। তিনি শুধু একটি জিনিসই চান ম্যান সিটির প্রত্যেকে যেন ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচটির দিকেই মনােসংযােগ করেন। গুয়ার্দিওয়ালা সাফ বলেছেন, আমরা ওদের সম্পর্কে একটা কথা বলবে না।

আসলে ম্যান সিটির কোচ লিভারপুলকে যথেষ্ট শ্রদ্ধা করছেন যদিও খেতাব তাঁর দলেরই হাতে।  গুয়ার্দিওয়ালা বলেছেন, রবিবার যদি প্রত্যেকে তাদের নিজেদের কাজটা করে তবে লিভারপুল ম্যাচে কি হল তা দিয়ে আমাদের কিছু এসে যায় না।

কোচ আরও নির্দেশ দিয়েছেন মােবাইল ফোনে যেন কোনওরকমভাবে লিভারপুল ম্যাছে ফলাফল কি যাচ্ছে তা জানার চেষ্টা না করে। যদি ম্যান সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখতে পারে তবে ১৮ পয়েন্টে তারা এই কাজ করতে পরিবে আর যদি লিভারপুল জেতে তবে ১৭ পয়েন্টেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে।