লিগের শেষের দিকের দু’দলের বিরুদ্ধে খেলা অমীমাংসিতভাবে শেষ করে লিগ শীর্ষে থেকেই বছরের শেষ করল লিভারপুল। নিউক্যাসেলের বিরুদ্ধে কোনও গােলই করতে পারেনি মহম্মদ সালাহরা। সুযােগ পেয়েও মিস করেছেন সালাহরা।
লিগের শেষের দিকের দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও খুব হতাশ নন লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেন, লিগ শীর্ষে আছি , কিন্তু সেটার খুব একটা গুরুত্ব আমার কাছে নেই। ড্র করেও আমরা লিগ শীর্ষে এটাই বুঝিয়ে দেয় যে এই মরশুম কতটা কঠিন।
Advertisement
দলের খেলায় আমি সন্তুষ্ট। আমরা হয়তাে জিততে পারিনি। কিন্তু সাৱা পৃথিবীতে এখন যা কঠিন পরিস্থিতি এবং চারিদিকে যেসব খারাপ ঘটনা ঘটছে তার থেকে এটা বিরাট খারাপ খবর নয়। আমরা সব করেছি আর নতুন বছরে আমরা নতুন আঙ্গিকে কামব্যাক করব জয় দিয়ে সেটা আমি। আগাম জানিয়ে রাখতে চাই সকলকে, এমন কথাও জানান লিভারপুল বস জুর্গেন ক্লপ। লিভারপুল যােলাে ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে।
Advertisement
Advertisement



