• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

জিতল লিভারপুল

লিভারপুল এক গোলে জয় তুলে নিল অ্যাস্টন ভিল্লার বিরুদ্ধে আনফিল্ডে। ইপিএলে প্রথম তিনটি স্থানে থাকার লড়াইতে লিভারপুল দল এখন যোগ্য দাবীদার হয়ে গেল।

মো সালাহর-কামব্যাকে লিভারপুল এক গোলে জয় তুলে নিল অ্যাস্টন ভিল্লার বিরুদ্ধে আনফিল্ডে। এবং ইংলিশ প্রিমিয়র লিগে প্রথম তিনটি স্থানে থাকার লড়াইতে লিভারপুল দল এখন যোগ্য দাবীদার হয়ে গেল।

এবং এই জয়ের ফলে লিভারপুল দ্বিতীয়স্থানে উঠে এল। অ্যাস্টন ভিল্লার ম্যানেজার স্টিভেন জেরার্ড অ্যানফিল্ডে ফিরলেন ফাঁকা হাতে।

Advertisement

কামব্যাকে তার কপালে এই হারটা জুটবে তিনি নিজেও ভাবতে পারেননি। আনফিল্ডে ৭১০ টি ম্যাচ খেলে ১৮৬ টি গোল করেন তিনি। তার দল এইভাবে এখানে হার স্বীকার করবে তা তিনি মোটেই মেনে নিতে পারেননি।

Advertisement

Advertisement