এসসি ইস্টবেঙ্গলে আসছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনােবাখর। সবকিছু ঠিকঠাক হলেই নাইজেরিয়ার যুব দল ও প্রিমিয়র লিগ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ক্লাবের প্রাক্তন এই ফুটবলার ব্রাইট। স্বাভাবিকভাবে ব্রাইট দলে আসার পরে লাল হলুদ শিবিরের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী হবে।
এসসি ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে আইএসএল লিগ টেবলে একেবারে তলানিতে রয়েছে। কোচ রবি ফাওলারের বড় চিন্তা এখনও পর্যন্ত দল একটাও গােল করতে পারেনি। খুব তাড়াতাড়ি তিনি ভাৱতে পা রাখবেন এবং গোয়ায় দলের সঙ্গে বায়াে বলয়ে যােগ দেবেন।
Advertisement
এদিকে দলের দুই স্ট্রাইকার জেজে এবং বলবন্ত ফর্মে নেই। নাইজেরিয়ার ২২ বছর বয়সী স্ট্রাইকার ব্রাইট অনুর্ধ্ব ২৩ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কভেন্ট্রি সিটি দলের হয়ে ১৮ ম্যাচে ৬ টি গােল করেন।
Advertisement
Advertisement



