তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাঠে নামলে এমন কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে, তার আগাম ধারণা কেউই করতে পারবেন না। তার ব্যাট থেকে ঝড়ের গতিতে রান এসে থাকে। সে ঘরোয়া ক্রিকেটই হোক বা আন্তার্জাতিক স্তরে যুব ক্রিকেটেও বৈভবের এমন উদাহরণ রয়েছে। সেই বৈভবকে এবার টপকে গেলেন বাংলার অভিজ্ঞান কুণ্ডু। ১৯ বছর বয়সী যুব এশিয়া কাপ ক্রিকেটে মঙ্গলবার মালয়েশিয়ার সঙ্গে নিয়মরক্ষার ম্যাচ ছিল ভারতের। চারদিন আগে এই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বৈভব ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছে। এটাই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একদিনের যুব আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান।
কিন্তু এবারে সেই রেকর্ড টপকে গেলেন বাংলার অভিজ্ঞান কুণ্ডু। তিনি এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ২০৯ রান করলেন। অবশ্য এদিন বৈভবেরও শতরান করা উচিত ছিল। তিনি ওপেন করতে এসে ২৬ বলে ৫০ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। সেখানে পাঁচ নম্বরে খেলতে এসে অভিজ্ঞানের দ্বিশতরানটা খুব সহজ ছিল না। অভিজ্ঞান যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোরবোর্ডে ছিল ৩ উইকেটে ৮৭ রান। সেখান থেকে প্রায় ৪০ ওভার ব্যাট করলেন অভিজ্ঞান। খেললেন ১২৫টি বল। ২০৯ রান করার ফাঁকে তিনি ১৮টি চার ও ৯টি ছক্কা মেরেছেন। শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৪০৮ রান করে।
Advertisement
এদিকে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অভিজ্ঞ ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার বলেছেন, বাংলার ঘরের ছেলে অভিজ্ঞান। সেইভাবে তাঁর খেলা কলকাতা ময়দানে দেখা যায়নি। আসলে অভিজ্ঞানের জন্ম এবং বড় হয়ে ওঠা মুম্বইতে। সেখানে তিনি বয়সভিত্তিক ক্রিকেট খেলেন। ফলে জন্মসূত্রে বাঙালি হলেও বাংলার হয়ে তিনি কখনওই খেলেননি। সেই কারণেই অভিজ্ঞানের এই সাফল্যকে অবশ্যই কুর্নিশ করতে হবে।
Advertisement
Advertisement



