রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে অনুষ্ঠিত এফ পি সি কাপ জিতল জাবুইয়ের শ্রুতি একাদশ। শনিবার মধ্যরাতে আউশগ্রামের ফুটবল মাঠে প্রথম এফপিসি কাপ ঘিরে দেখা গেল প্রবল উন্মাদনা। নৈশালোকে সারা রাতব্যাপি এই ফুটবল টুর্নামেন্ট দেখতে বহু পাশের গ্রামের মানুষও ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে এসেছিলেন।
ফাইনালে শ্রুতি একাদশ ১-০ গোলে মির্জাপুরের আদি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন মঙ্গল হেমব্রম ও ফাইনালের সেরা হলেন সুজয় দাস। মোট ১৬ দল সারারাত ব্যাপী এই একদিবসীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল।
Advertisement
নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রাহুল ও প্রীতি। ছিলেন ফুটবলার প্রীয়ন্ত সিং। ভোররাতে ফাইনালের পর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন হিটু কাজি। অনুষ্ঠিত হয় আতসবাজির প্রদর্শনীও। উদ্যোক্তাদের পক্ষে কাজি জায়ুফ ইসলাম জানান, আগামী বছর থেকে এই টুর্নামেন্ট আরো আকর্ষণীয় করে তোলা হবে।
Advertisement
Advertisement



