ধােনিভাই মনের কথা সহজেই বুঝে যান : চাহাল

‘ধােনিভাইকে কিছু বলে দিতে হয় না, তিনি সহজেই সবার মনের কথা বুঝে যান,’ বুধবার সাংবাদিকদের মুখােমুখি হয়ে এমন কথাই জানালেন ভারতীয় লেগ স্পিনার যজুভেন্দ্র চাহাল।

Written by SNS Cardiff | May 30, 2019 4:35 pm

যজুভেন্দ্র চাহাল (Photo: Twitter@ICC)

‘ধােনিভাইকে কিছু বলে দিতে হয় না, তিনি সহজেই সবার মনের কথা বুঝে যান,’ বুধবার সাংবাদিকদের মুখােমুখি হয়ে এমন কথাই জানালেন ভারতীয় লেগ স্পিনার যজুভেন্দ্র চাহাল।

নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে পরাজিত হলেও, দ্বিতীয় ও ফাইনাল প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অনায়স জয় তুলে নিয়ে খােশ মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। যা যা পরীক্ষার দরকার ছিল তা পরিষ্কার মিলে গিয়েছে আর সেরকম চিন্তার বিষয় নেই।

৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করবে। স্বভাবত আজই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

‘যখনই আমি কোনও চিন্তার মধ্যে থাকি বা দ্বিধার মধ্যে থাকি, তখনই মাহিভাই আমায় ডেকে নেন, এবং আমার চাপের ব্যাপারটা তাঁকে বলতে হয় না। আমি বলার আগেই আমার যে চিন্তাটা এবং চাপটা থাকে সেটা পুরােপুরি মিটিয়ে দেন এবং আমাকে চাপ কাটিয়ে ভালাে বােলিং করার জন্য উপদেশ দেন। তিনি যে কি করে মনের ভাষাটা বুঝে যান সেটা বুঝতে পারিনি বা বুঝতেও চাই না। তাঁর করা সাহায্যটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওটা কাজে লাগাতে পেরেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। শুধু আমি বলে মনে নয়, তিনি প্রত্যেককেই এভাবে সাহায্য করেন,’ এমন কথাই জানান চাহাল ।