করােনা নিয়েই খেলতে নেমে পড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ভিদা। খেললেন গােটা প্রথমার্ধ। তুরস্কের বিরুদ্ধে অমীমাংসিতভাবে শেষ হওয়া বন্ধুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনা ঘটল।
সােমবার ভিদা সহ সব ফুটবলারের করােনা রিপাের্ট নেগেটিভ এসেছিল। এরপর রুটিন মাফিক বুধবার ফের করােনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সেই রিপাের্ট আসার আগেই ইস্তানবুলে তুরস্কের বিরুদ্ধে খেলতে নামে ক্রোয়েশিয়া।
Advertisement
আর সেখানেই ঘটে যায় বিপদ। রিপাের্ট আসার পরই সঙ্গে সঙ্গে ভিদাকে খেলা থেকে তুলে নিয়ে আইলােশেনে পাঠিয়ে দেওয়া হয়। এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাকি ফুটবলারদের মধ্যে।
Advertisement
Advertisement



