অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা নাইট রাইডার্স। করােনায় আক্রান্ত হওয়ার পর অবশেষে করােনা মুক্ত হলেন নাইট ক্রিকেটার নীতিশ রানা। নাইট দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানাে হয়েছে, গত ১৯ মার্চ মুম্বইয়ে দলের সঙ্গে যােগ দেওওর পর নীতিশ রানার নিয়মমাফিক করােনা পরীক্ষা করা হয়েছিল।
সেখানে রানার ফলাফল নেগেটিভ এসেছিল। তারপর তিনদিন বাদে নেগেটিভ অর্থাৎ ২২ মার্চ আবারও রানার করােনা পরীক্ষা করা হয় হয় তখন রানার ফলাফল পজিটিভ আসে। কিন্তু রানার শরীরে কোনাে করােনার উপসর্গ ছিল না। এরপর রানাকে নিয়মমাফিক কোয়ারেন্টাইনে পাঠানাে হয়েছিল।
Advertisement
তবে আবার বৃহস্পতিবার নীতিশ রানার করােনা পরীক্ষা করা হয় এবং ফলাফল এসেছে নেগেটিভ। দলের ভরসাদায়ক ব্যাটসম্যানের ফলাফল নেগেটিভ আসায় স্বস্তিতে নাইট শিবির।
Advertisement
Advertisement



