ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল সাব-জুনিয়র স্টেট ক্যারাটে সিলেকশন ২০২৪ ফর ন্যাশনাল শেষ হলো। দমদমের জৌপুর ক্রিকেট কোচিং সেন্টারে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগীতা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার মন্ডল জানান, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১০ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে। যার মধ্যে ২ জন প্রথম স্থান লাভ করে এবং ন্যাশনাল সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ রাজ্য দলের হয়ে খেলার ছাড়পত্র অর্জন করেছে। পুরুষ কুমিতে প্রথম স্থান পেয়েছে সাকিব আঞ্জুম সেখ। আর পুরুষ কাতা বিভাগে প্রথম হয় আয়ুস মাহালি। পূর্ব বর্ধমান জেলা দলের কোচ হয়ে যোগদান করেছিলেন অমিত পোদ্দার। জানা গেছে এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে।
Advertisement
Advertisement
Advertisement



