• facebook
  • twitter
Friday, 13 June, 2025

ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার ছেলেমেয়েদের ভালো ফল

ভারতীয় দল মোট ৪২টি পদক অর্জন করে। ৬টি স্বর্ণ, ১৮টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ। এর মধ্যে বাংলার খেলোয়াড়রা ১২টি পদক ছিনিয়ে নেন।

নিজস্ব চিত্র

১৪তম সাইলেন্ট নাইট ক্যারাটে কাপ ২০২৫-এ দুর্দান্ত প্রদর্শন করলেন বাংলার খেলোয়াড়রা। এই প্রতিযোগিতা মালয়েশিয়ান ক্যারাটে ফেডারেশনের অনুমোদনে মালয়েশিয়ার টিটিওয়াংসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সম্পাদক নাসির আলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হনশি প্রেমজিত সেন, মালয়েশিয়ান ক্যারাটে ফেডারেশনের প্রেসিডেন্ট দাতুক উইরা এবং সহ-সভাপতি সেনসেই অরিভালাগান।

ভারতীয় দল মোট ৪২টি পদক অর্জন করে। ৬টি স্বর্ণ, ১৮টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ। এর মধ্যে বাংলার খেলোয়াড়রা ১২টি পদক ছিনিয়ে নেন।

সিনিয়র কুমিতে বিভাগে বাংলার শিভম পোদ্দার স্বর্ণপদক পান। সিনিয়র মহিলা কুমিতে বিভাগে ঐশিকা ঘোষ রৌপ্যপদক জয় করেন।

দলগত ও ব্যক্তিগত বিভাগেও সাফল্য চোখে পড়ার মতো। শিভম ও ঐশিকার পাশাপাশি, সাব-জুনিয়র কুমিতে বিভাগে সিয়াশমান গিরি রৌপ্যপদক এবং সাব-জুনিয়র মেয়ে কাটা বিভাগে ঋতিষা দে ব্রোঞ্জপদক জয় করেন।