• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্কটিশ প্রিমিয়র লিগে বালা দেবীর প্রথম গােল

স্কটিশ মহিলাদের প্রিমিয়র লিগে রেঞ্জার্স এফসি নয় গােলে জয় তুলে নেন মাদারওয়েল এফসির বিরুদ্ধে। এই ম্যাচে প্রথম গােল করলেন বালাদেবী।

ফুটবল (প্রতিনিধিত্বমূলক ছবি: IANS)

ভারতীয় তারকা মহিলা ফুটবলার বালাদেবী নিজের গােলের খাতা খুললেন বিদেশের মাটিতে। স্কটিশ মহিলাদের প্রিমিয়র লিগে রেঞ্জার্স এফসি নয় গােলে জয় তুলে নেন মাদারওয়েল এফসির বিরুদ্ধে। এই ম্যাচে প্রথম গােল করলেন বালাদেবী।

বালাদেবী ম্যাচের প্রথম থেকে দলে খেলার সুযােগ পাননি। পয়ষট্টি মিনিটে তিনি পরিবর্ত ফুটবলার হিসাবে খেলতে নামেন। খেলতে নামার কুড়ি মিনিট মাঠে সময় কাটানাের পরই পঁচাশি মিনিটে বালাদেবী নিজের প্রথম গােলটি করে ফেলেন।

Advertisement

তিনি বলেন, খুব ভালাে লাগছে প্রথম গােল করতে পেরে বিদেশের মাটিতে খেলতে নেমে। আশা করছি ভবিষ্যতে প্রথম থেকে খেলতে নামতে পারব ।

Advertisement

Advertisement