• facebook
  • twitter
Monday, 15 December, 2025

অ্যাঞ্জেলাে ম্যাথিউজের শতরান

অ্যাঞ্জেলাে ম্যাথিউজের অপরাজিত ১০৭ ও অধিনায়ক দীনেশ চান্দ্রিমলের বাহান্ন রানের উপর ভর করে শুক্রবার প্রথমদিনের শেষে চার উইকেটে ২২৯ রান তুলেছে।

অ্যাঞ্জেলাে ম্যাথিউজ (File Photo: IANS)

প্রথম টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডের। কাছে চুড়ান্ত লজ্জার হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে কিছুটা লড়াইয়ে টিকে থাকল শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

তবে ওপেনার কুশল পেরেরা, ফার্নান্ডােরা পুরােপুরি ব্যর্থতার খাতায় নাম লেখালেও, লিহারু থিরিমানের চুয়াল্লিশ ও দিনের শেষে অ্যাঞ্জেলাে ম্যাথিউজের অপরাজিত ১০৭ ও অধিনায়ক দীনেশ চান্দ্রিমলের বাহান্ন রানের উপর ভর করে শুক্রবার প্রথমদিনের শেষে সাতাশি ওভার খেলে চার উইকেট খেলে প্রথম ইনিংসে ২২৯ রান তুলেছে।

Advertisement

এখন দ্বিতীয় দিনে খেলতে নেমে। শ্রীলঙ্কার ইনিংসকে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন দলের প্রাক্তন অধিনায়ক তথা অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাথিউজ সেটাই দেখার বিষয়। এদিকে ইংল্যান্ডের বােলাররা কতটা ভালাে করে পারফরমেন্স করে দেখায় সেটাও দেখার।

Advertisement

Advertisement