• facebook
  • twitter
Friday, 13 June, 2025

বুদ্ধ পূর্ণিমায় কমবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো সংখ্যা

বুদ্ধপূর্ণিমার দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে কম সংখ্যক মেট্রো চলবে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ফাইল চিত্র

বুদ্ধপূর্ণিমার দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে কম সংখ্যক মেট্রো চলবে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে সাধারণ দিনে ২৬২ টি মেট্রো চলাচল করে। তবে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ব্লু লাইনের রুটে ২৬ টি মেট্রো কম চলবে। সোমবার আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট ২৩৬ টি মেট্রো চলবে।

বুদ্ধপূর্ণিমার দিন প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। এদিন প্রথম মেট্রো চালু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে ৬ টা ৫৫ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোর সময় রাত ৯ টা ২৮ মিনিট। কবি সুভাষ থেকে রাত ৯ টা ৪০ মিনিটে দমদমে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে স্পেশাল মেট্রো চলে সেটিও একই সময়ে রাট ১০টা ৪০ মিনিটে চলবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জোকা-মাঝেরহাট যাত্রীদের জন্য সুখবর, আগামী সপ্তাহ থেকে এই রুটে মেট্রো সংখ্যা বাড়তে চলেছে। পূর্বে এই রুটে ৪০টি মেট্রো চলত। এবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৩ মে থেকে পার্পেল লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলাচল করবে। ২৪ মিনিটের ব্যবধানে যাত্রীরা মেট্রো পাবেন। আগের মতই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা খোলা থাকবে। শনি ও রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সময়ের কিছু পরিবর্তন হয়েছে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ২৭ মিনিটের বদলে ৭টা ৫৭ মিনিটে ছাড়বে। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়। অন্যদিকে,মাঝেরহাট স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।