• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির প্রস্তাবে সবুজ সংকেত রাজ্যের

জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মধ্যে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির প্রস্তাবকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল।

জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মধ্যে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির প্রস্তাবকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য। তবে এই স্টেশন তৈরির কাজ হবে শর্তসাপেক্ষ। বেশ কিছু শর্ত মেনে স্টেশন তৈরির ক্ষেত্রে অনুমতি দিয়েছে রাজ্য। প্রাথমিকভাবে, রাজ্য সরকারের তরফ থেকে এই কাজের জন্য সবুজ সংকেত মেলেনি। সরকার জমি দিতে পারবে না বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিল। কিন্তু সব রকমের জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত সরকারের অনুমতি মিলেছে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প রূপায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের কাছে বৃহস্পতিবার এই মর্মে চিঠি আসে। কলকাতা পুরনিগমের কমিশনার ধবল জৈন চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির ক্ষেত্রে আলিপুর বডিগার্ড লাইন যেন কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই লাইনের অন্তর্গত যে ধোবি লাইন রয়েছে সেটা যেন অক্ষত থাকে। রাজ্যের তরফে পাঠানো চিঠিতে জোরের সঙ্গে জানানো হয়েছে, স্টেশনের কাজের জন্য ধোবি লাইনকে স্থানান্তর করা যাবে। কিন্তু কাজ শেষ হলেই ফের সেটিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে।

মেট্রো রেলের জন্য অস্থায়ী ভাবে ১৭০২ বর্গ মিটার জায়গা আলিপুর বডিগার্ড লাইনের ভিতরেই বরাদ্দ করা হয়েছে। তবে কাজ শেষের পর তা আবার আলিপুর বডিগার্ড লাইনকে ফিরিয়ে দিতে হবে। কোনওরকম ভাঙা অংশ যদি থাকে তবে তা মেরামত করে ঠিক করে দিতে হবে। জানা গিয়েছে, খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য ৮৩৭ বর্গমিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, এই স্টেশন ডায়মন্ড হারবার রোডের উপর যেহেতু তৈরি হচ্ছে সেই রাস্তা দায়িত্ব নিয়ে মেট্রোকেই প্রশস্ত করে দিতে হবে। যে সকল নিকাশি কাঠামোকে কাজের জন্য সরানো হচ্ছে সেগুলিকেও কাজের শেষে আগের জায়গায় আনতে হবে। এছাড়াও চিঠিতে স্পষ্টভাবে যাত্রীদের সুরক্ষার দিকটিও উল্লেখ করা হয়েছে। স্টেশনে যাতে ঠিকমতো ভেন্টিলেশন স্যাফট থাকে, অগ্নিকাণ্ডের সময়ে যাত্রীদের আপদকালীন প্রস্থানের ব্যবস্থা থাকে, দমকল প্রবেশের ব্যবস্থা করা থাকে—এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী কাজ করলে রেল বিকাশ নিগম লিমিটেডকে কোনও প্রশাসনিক বাধার মুখে পড়তে হবে না বলে জানানো হয়েছে।