• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট

সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট। শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট। শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাতেই দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। এর জেরে চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের বড় অংশ। যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী একটি রেকের ত্রুটির জেরেই এই বিপত্তি বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। ওই রেকটিই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তার পরে ডাউন লাইনে মেট্রো স্বাভাবিক ভাবেই চলেছে।

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় দাঁড়িয়ে থেকেছে ট্রেন। বিভিন্ন স্টেশনে গিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ফলে অফিস টাইমে বাড়তি চাপ ও ভিড়ের জন্য অনেকেই সময়মতো পৌঁছতে পারেননি গন্তব্যে। যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে বেশ কিছু ক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছিল। সেই কারণে পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।

এর আগে গত সোমবার মেট্রোর পাতালপথে জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝামাঝি জায়গায় জলের জমা চোখে পড়ে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় পরিষেবা। তাতে চরম দুর্ভোগের শিকার হন স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা।