• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা

সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার সকাল থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মেট্রো চলাচলে সমস্যা দেখা দেয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার সকাল থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মেট্রো চলাচলে সমস্যা দেখা দেয়। ভারী বৃষ্টির কারণে জল জমেছে। সেই কারণে ভাঙা পথে চালু রয়েছে পরিষেবা। আপাতত মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। সূত্রের খবর, আপ লাইনে জল জমে থাকার দরুণ গাড়ি এগোনো সম্ভব হচ্ছে না।

আপাতত মেট্রো পরিষেবা ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। আবার দমদম থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে ব্যস্ত সময়ে এই মেট্রো বিভ্রাট ঘটায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

Advertisement

এর আগে গত শনিবার বিকেলে উত্তর-দক্ষিণ মেট্রো (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-র সুড়ঙ্গে ট্র্যাকের মাঝের নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়।

Advertisement

Advertisement