• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত দুই

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তরুণী পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই জন্য অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন তিনি।

মা উড়ালপুল।

মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা ঘটল। গুরুতর আহত বাইক চালক এবং আরোহী। তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মা ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। এক তরুণী বাইকের পিছনে বসেছিলেন। গার্ডওয়ালে ধাক্কা খেয়ে তরুণীর মাথা থেকে হেলমেটটি ফ্লাইওভারের নীচে পড়ে যায়। এর ফলে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। আহত তরুণীর নাম আরিত ভারতী। বাইক চালকও দুর্ঘটনার জেরে আহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, অ্যাপ বাইকটির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজট হয়। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ডোমজুড় থেকে ওই তরুণী সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি কেন্দ্রে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন। সেই জন্য অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন তিনি। তাড়াহুড়োর কারণেই সম্ভবত বাইকটি নিয়ন্ত্রণ হারায়। বাইকের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। আহত দু’জনকে উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারকে। বাইক আরোহী তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, মা উড়ালপুলের সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তার তদন্তে নেমেছে পুলিশ। ভেঙেচুরে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement