মুম্বাই, ২৪মার্চ- গত বছর দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলিউডকে অন্ধকারে রেখে আকস্মিকভাবে প্র্য়াণ ঘটে বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর। সেই খবরের জেরে বলিউডে নেমে আসে শোকের ছায়া। প্রাথমিকভাবে কেউ বিশ্বাসই করতে পারেননি এই বিষয়টি। কিন্তু পরে মানতে বাধ্য হন সকলেই। তাঁর পরিবারের কাছেও খবরটি ছিল বাজ পড়ার মতোই। তাঁর দুই মেয়ে খুশি ও জাহ্নবীও শিকার হয়েছিলেন ট্রমার।
গত শনিবার বলিউডে শ্রীদেবীর জার্নিকে এক লহমায় তুলে ধরে ফিল্মফেয়ারের মঞ্চ। তাঁকে মরণোত্তর লাইফটাইম অ্যাচিভমেণ্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। তাঁর হয়ে এই পুরস্কার তুলে নেন তাঁর দুই মেয়ে খুশি ও জাহ্নবী। অনুষ্ঠান মঞ্চে শ্রীদেবীর বিভিন্ন ছবির দৃশ্যাংশ দেখানো হয়েছে।
সম্মান হাতে নিয়ে জাহ্নবী বলেন, এই মুহূর্তে আমি নিজে বুঝতে পারছি না কী বলব। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন শ্রী। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ভাষাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হয়।