উত্তর প্রদেশের সোনভদ্রে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জন আহত হয়েছেন। পরিবারটি মহাকুম্ভ থেকে একটি গাড়িতে ছত্তিশগড়ের রায়পুরে ফিরছিল। সেই সময় একটি ট্রেলারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর ট্রেলারের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
বাভানির দারাণ খাদ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তথ্য অনুযায়ী, ট্রেলারটি ছত্তিশগড় থেকে আসছিল। আর রেণুকুট থেকে আসছিল চারচাকা গাড়িটি। মাঝরাস্তায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মহিলা-সহ চারজন ঘটনাস্থলেই মারা যান এবং ৭ জন আহত হন। আহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত চারচাকা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনার পর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁরাই পুলিশে খবর দেয়। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের বাভানী সিএইচসিতে ভর্তি করা হয়। আহতদের আত্মীয় রাজেশ কুমার পাণ্ডে বলেন, আমরা অন্য একটি গাড়িতে ছিলাম। সবাই মিলে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ফিরছিলাম। দুর্ঘটনার খবর পাওয়ার সময় আমরা প্রথম গাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে ছিলাম। মোবাইলে কথা বলার সময় দুর্ঘটনাটি ঘটে।
সিএইচসি-র সুপারিনটেনডেন্ট ডাঃ ফিরোজ আলম বলেন, আমাদের এখানে মোট ১১ জনকে আনা হয়েছে, যাঁদের মধ্যে দুই মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে। দুই শিশু-সহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।