• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

দেশকে সঠিক দিশা দেখাতে বিজেপির সঙ্গে জোট শিবসেনার : উদ্ধব

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ঘোষণা করেছেন তাঁরা মুম্বইয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

ঊদ্ধব ঠাকরে

দেশকে সঠিক পথে দিশা দেখাতে বিজেপির সঙ্গে ফের জোটে যাচ্ছে শিবসেনা। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাত দফা নির্বাচনীক নির্ঘণ্ট প্রকাশ করেছেন। তারপরই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ঘোষণা করেন তাঁরা মুম্বইয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক নরমে গরমে চলছে। উদ্ধব ঠাকরে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য এলেও প্রকাশ্যে বিগত কয়েক মাস ধরেই  জোটে যাওয়ার জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল।

শিবসেনা ডাকা একটি সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে জানান, ‘বিজেপির সঙ্গে জোট না করলে কি শিবসেনা ভোটে জিতবে না? বিজেপির সাহায্য ছাড়াই তাঁরা ভোটে জিততে পারেন। তবে এমন একজন মানুষ কে প্রয়োজন যিনি দেশকে সঠিক পথে চালনা করতে পারবেন’।তাঁদের আশা বিজেপির সঙ্গে সমঝোতা করে কৃষক সমস্যার সমাধান করতে পারবেন।