অন্য দিকে, শনিবার সকাল থেকেই রামলালার দর্শনও বন্ধ করে দেওয়া হয়। মন্দিরে যাওয়ার সব রাস্তাই শনিবার সকাল ১০টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। তবে রাস্তার মুখের ভিড় কমানো যায়নি। মন্দির সাজানোর কাজ চলছে, নির্মাণকর্মীরাও রাস্তা তৈরির কাজ সারছেন। যে মন্দির উদ্বোধন হবে সোমবার তার একটি তলা এখনও পর্যন্ত তৈরি হয়েছে। এখনও অনেক কাজ বাকি। সেই নির্মাণ কাজও শনিবার থেকে সম্পূর্ণ বন্ধ।