• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহিলা কামরা থেকে আগুন, সাময়িকভাবে বন্ধ রইল শিয়ালদহ দক্ষিণের ট্রেন চলাচল

খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রেলকর্মী ও দমকল বাহিনী। সাময়িকভাবে বন্ধ হয়ে থাকে ট্রেন চলাচল। বেজায় ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। 

 শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকালে আচমকা আগুন লাগে। ট্রেনের মহিলা কামরা থেকে হঠাৎ আগুন নির্গত হতে দেখে আতঙ্কের আবহ তৈরি হয় চারিদিকে। ট্রেনের ভিতরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়, চাঞ্চল্য ছড়ায়। পিয়ালি স্টেশনে ঢোকার পরেই হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হুড়মুড়িয়ে নামতে গিয়ে বিশৃঙ্খলাও দেখা দেয়। 

আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষনের জন্য স্টেশন চত্বরে আতঙ্কের আবহ ছিল। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রেলকর্মী ও দমকল বাহিনী। সাময়িকভাবে বন্ধ হয়ে থাকে ট্রেন চলাচল। বেজায় ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। 

Advertisement

 দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন ব্যহত ছিল দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল দক্ষিণ শাখার একাধিক আপ এবং ডাউন লাইনের ট্রেনও। এর জেরে অফিস, কাজের জন্য বের হয়েও পৌঁছতে পারেননি বহু নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায়দিনই এমন কোনও না কোনও ঘটনা ঘটছে।  যাঁরা রোজ ট্রেনের উপরেই ভরসা করে জীবিকা নির্বাহ করে থাকেন, প্রায়শই এমন ঘটনার সাক্ষী থাকছেন। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নিত্যযাত্রীদের। এছাড়াও ট্রেন লেট্ হওয়ার সমস্যা তো রোজকার। 

Advertisement

তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দীর্ঘদিন রেলের রক্ষণাবেক্ষণ করা হয় না বলেও অভিযোগ উঠছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করা হবে।  

Advertisement