• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৫ নভেম্বর রাম মন্দিরে ধ্বজা তুলবেন মোদী, মহড়া সেনার

২৫ নভেম্বর রামমন্দিরে বিশাল ধ্বজা স্থাপন করা হবে। যা তৈরি করা হয়েছে প্যারাশুট কাপড় দিয়ে। ২০৫ ফুট উঁচুতে উড়বে এই ধ্বজা বা পতাকা।

ফাইল ছবি।

আগামী ২৫ নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই দিন মন্দিরে ধ্বজা তোলার কথা প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীকে এই পতাকা উত্তোলন করতে সাহায্য করবেন সেনাবাহিনীর জওয়ানরা। ভারতীয় সেনার জওয়ানরা সেই কাজের মহড়া শুরু করে দিয়েছেন সোমবার থেকে।

বিহার ভোট মিটলেই ৬ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে হিন্দুত্বের আবেগ উসকে দিতে রাম মন্দিরে ইস্যু সামনে আনতে এই অনুষ্ঠান করা হচ্ছে মনে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। ২৫ নভেম্বরের উদযাপনে ৮-১০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও ঘোষণা করেছে। যাঁরা নির্মাণে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে আছেন ব্যক্তিগত দাতা, প্রতিষ্ঠান এবং কোম্পানি, সবাইকে বিশেষভাবে সম্মানিত করা হবে। ২৫ নভেম্বরের পরে একটি পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে সমস্ত অবদানকারীকে ঐতিহাসিক প্রকল্পে অংশগ্রহণের জন্য শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে তীর্থক্ষেত্র ট্রাস্ট।

Advertisement

২৫ নভেম্বর রামমন্দিরে বিশাল ধ্বজা স্থাপন করা হবে। যা তৈরি করা হয়েছে প্যারাশুট কাপড় দিয়ে। ২০৫ ফুট উঁচুতে উড়বে এই ধ্বজা বা পতাকা। পতাকাটি ২২ ফুট দীর্ঘ ও চওড়ায় ১১ ফুট। এর ওজন ১১ কেজি। আগামী বিধানসভা নির্বাচনগুলির কথা মাথায় রেখেই ধ্বজা স্থাপনে সেনা-ধর্ম মিশিয়ে রাজনীতির ছক করছে গেরুয়া শিবির, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

Advertisement

Advertisement