• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৬ লক্ষ প্রদীপে আলো হবে সরযূর তীর, সঙ্গে একগুচ্ছ চমক

রবিবার থেকেই অযোধ্যায় শুরু হয়েছে এই উৎসব। সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি) এবার ২৬ লক্ষ ১১ হাজার ১০১টি প্রদীপ জ্বালানো হবে।

অযোধ্যার সরযূ নদীর তীরে ‘দীপোৎসব’-এর প্রস্তুতি তুঙ্গে। রবিবার থেকেই অযোধ্যায় শুরু হয়েছে এই উৎসব। সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি) এবার ২৬ লক্ষ ১১ হাজার ১০১টি প্রদীপ জ্বালানো হবে। প্রতি বছরই দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালানোর এই রীতি পালন করছে অযোধ্যা। আর প্রতি বছরই নতুন রেকর্ড গড়ে ‘রামজন্মভূমি’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অ্যাডজুডিকেটর রিচার্ড স্টেনিং জানান, রেকর্ডের বিষয়টি মাথায় রেখে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অংশগ্রহণকারীদের ট্র‍্যাক করার জন্য কিউআর কোড স্ক্যান করা হচ্ছে।

২৬ লক্ষ জ্বলন্ত প্রদীপে আলোকিত হয়ে উঠবে অযোধ্যা। অন্যতম আকর্ষণ হিসেবে ১১০০টি ড্রোন ফুটিয়ে তুলবে রামায়ণের নানা কাহিনী। ফুটে উঠবে মৃতসঞ্জীবনী গাছ আনতে গিয়ে হনুমানের গন্ধমাদন উত্তোলন, রাম সেতু ও রাম মন্দির সহ একাধিক চিত্র। গোটা চত্বরটি ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দু’জন করে পর্যবেক্ষক থাকছেন। তাঁরা নিশ্চিত করবেন, সমস্ত প্রদীপ সঠিকভাবে জ্বালানো হয়েছে। যদি কোনও প্রদীপে ত্রুটি থাকে বা জ্বালানো না হয়, তবে তা মোটসংখ্যা থেকে বাদ দেওয়া হবে। ১০ হাজারের বেশি মানুষ এই কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

Advertisement

রবিবার দুপুরে রামকথা পার্কের মঞ্চে শ্রী রামের রাজ্যাভিষেক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী রাম, লক্ষ্মণ, ভারত, শত্রুঘ্ন এবং গুরু বশিষ্ঠকে তিলকও পরিয়ে মালা পরিয়ে আরতি করেন। রামকথা পার্কে আয়োজিত রাজ্যাভিষেক অনুষ্ঠানে হাজার হাজার সাধু, মহন্ত, ভক্ত এবং পর্যটক অংশ নেন। তবে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকের অযোধ্যা সফর অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

Advertisement

Advertisement