দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সমাপ্ত হয়েছে রামমন্দির নির্মাণ কাজ। ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে রামমন্দিরে জাতীয় ধ্বজা উত্তোলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন। এই ঘোষণা নিয়ে দেশের ধর্মীয় ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, রামমন্দির নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। মন্দির কমপ্লেক্সের ভেতরে ও বাইরের পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। গৌরবময় এই স্থাপনা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটি শুধু ভারতের নয়, আন্তর্জাতিক পর্যায়ে ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
মোদীর এই ধ্বজা উত্তোলন অনুষ্ঠানকে শুধুমাত্র ধর্মীয় আখ্যা দেওয়া হচ্ছে না, বরং এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মর্যাদা দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, এদিন মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা সাজিয়ে তোলা হবে বিশাল ধর্মীয় উৎসবের আকারে। ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হবে।
Advertisement
অযোধ্যা ও প্রতিটি অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে ভক্ত ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলে জানা গিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রামমন্দির নির্মাণ ও ধ্বজা উত্তোলনের এই মুহূর্ত ভারতের ইতিহাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের এক নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
Advertisement



