প্রয়াগরাজ মহাকুম্ভ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। মহাকুম্ভ প্রশাসন ২৪ জন অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির ছবি প্রকাশ করেছে। দুর্ঘটনায় নিহত এই ২৪ জনকে শনাক্ত করা যায়নি। মৌনী অমাবস্যার দিন, মহাকুম্ভ দুর্ঘটনায় ৩০ জন মারা গিয়েছিলেন। উত্তর প্রদেশ সরকার প্রাথমিকভাবে এই তথ্য দিয়েছিল। তাঁদের মধ্যে ২৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং পাঁচজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
মহাকুম্ভ প্রশাসন বলেছিল, দুর্ঘটনাটি কেবল সঙ্গম নাকে ঘটেছিল, যেখানে ৩০ জন মারা গিয়েছিল। কিন্তু দাবি করা হচ্ছে যে মৌনী অমাবস্যার দিন ঝুনসিতেও পদদলিত হয়েছিলেন অনেকে, যা সেখানকার প্রত্যক্ষদর্শীরা একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌনি অমাবস্যার দিন ভোর ৪টার দিকে ঝুনসির সেক্টর-২১-এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে। অর্থাৎ, ওখানেও একটিম দুর্ঘটনা ঘটেছে।
Advertisement
ঝুনসিতে পদদলিত হয়ে প্রায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, যার পোস্টার প্রয়াগরাজ পোস্টমর্টেম হাউসের বাইরে লাগানো হয়েছে। এই পোস্টারগুলির মাধ্যমে মৃতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর পরিসংখ্যান নিয়েও অনেক প্রশ্ন উঠছে। মৃত্যুর সংখ্যা কি প্রশাসন কর্তৃক প্রকাশিত সরকারি মৃত্যুর সংখ্যা অনুসারে, নাকি সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি?
Advertisement
মৌনী অমাবস্যার দিন সঙ্গম নাকে ঘটে যাওয়া দুর্ঘটনায় মোট ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। প্রাথমিক চিকিৎসার পর, ২৪ জন আহতকে তাঁদের পরিবার বাড়িতে নিয়ে গিয়েছে, আর ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মহাকুম্ভে পদদলিত হওয়ার পর গঠিত তদন্ত দল শুক্রবার প্রয়াগরাজ যাবে। তদন্ত কমিটি আজ ঘটনাস্থল পরিদর্শন করবে। মহাকুম্ভ দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। অবসরপ্রাপ্ত বিচারক হর্ষ কুমারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Advertisement



