উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের পুণ্যস্নান চলছে। সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্নান করছেন। সেই মহাকুম্ভে যেতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ল বাস। দিল্লি থেকে প্রয়াগরাজগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে, যেখানে প্রায় ৫৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জন জখম হয়েছেন। ইটাওয়ার বাকেওয়ার থানা এলাকার অন্তর্গত মাহেওয়া জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ৫৬ জন যাত্রী নিয়ে একটি বাস দিল্লি থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়। মাহেওয়া জাতীয় মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। বাসটি জাতীয় মহাসড়কে পৌঁছনোর পর পরই বাস চালক ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ। সম্ভবত সেই কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসে থাকা ৫৬ জনের মধ্যে ৪০ জন জখম হন।
দুর্ঘটনার পর, আহতদের অ্যাম্বুলেন্সের সাহায্যে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীরা জানিয়েছেন, বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসের যাত্রীরা সকলেই দিল্লির বাসিন্দা। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। বাস দুর্ঘটনায় আহত চার যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের পিজিআইতে রেফার করা হয়েছে। সম্প্রতি, বাগপত থেকে প্রয়াগরাজগামী একটি বাস কানপুর-প্রয়াগরাজ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন গুরুতর জখম হন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।