রাজস্থানের জয়পুরে নীরজা মোদী স্কুলে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই খবর পেয়ে স্কুলচত্বরে পৌঁছে যায় পুলিশ এবং ফরেনসিক দল।
মানসারোবর থানার আধিকারিক লেখন সিং জানিয়েছেন, ‘মেয়েটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত মেট্রো মাস হাসপাতালে পৌঁছই। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির বাবা-মাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান। আমরা তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছি। তবে এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি।’
Advertisement
পুলিশ সূত্রের খবর, কীভাবে ছাত্রীটি ছাদে গেল? সে পড়ে গেল, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্কুলকর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার সঠিক সময়, স্কুলের নজরদারির ব্যবস্থা এবং ছাদের নিরাপত্তা সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশের দপ্তর।
Advertisement
মর্মান্তিক এই ঘটনার পর মৃতার পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি, স্কুলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
Advertisement



