রবীন্দ্র শর্মা, চিফ অফ ব্র্যান্ড, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড সিএসআর, এসবিআই লাইফ ইনশিওরেন্স বললেন “প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার (পিসিআই) সঙ্গে আমাদের পার্টনারশিপ প্রত্যেক ব্যক্তিকে তাঁর স্বপ্নের পিছনে ছোটার স্বাধীনতা দেওয়ার যে দায় আমরা স্বীকার করি তারই স্বাভাবিক সম্প্রসারণ। আমাদের প্যারা-অ্যাথলিটরা কঠিনতম চ্যালেঞ্জ পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছেন এবং দেশের প্রতিনিধিত্ব করছেন। ওঁরা কেবল প্রতিযোগিতায় নামেন না; প্যারা-অ্যাথলিটরা চিরকালের চালু ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেন এবং আমাদের প্রচলিত গণ্ডি পেরিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।’
দেবেন্দ্র ঝাঝরিয়া, প্রেসিডেন্ট, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর জন্য পার্টনার হওয়ায় এসবিআই লাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন “ভারতীয় প্যারালিম্পিক দল টোকিওর চেয়েও ভাল ফল করার প্রস্তুতি নিচ্ছে। এমন একটা সময়ে আমরা কর্পোরেট সাহায্য পাচ্ছি, এটা অবিশ্বাস্য। আমাদের অ্যাথলিটরা টোকিওতে দারুণ ফল করেছিলেন। সব খেলা মিলিয়ে ১৯ খানা মেডেল জিতেছিলেন। আশা করছি এবারের দল প্যারিসে টোকিওর কীর্তিকেও ছাপিয়ে যাবে। আমরা ভারতের অন্যতম সেরা বিমা ব্র্যান্ড এসবিআই লাইফের সঙ্গে পার্টনারশিপে অত্যন্ত আনন্দিত। ভারতীয় নায়কদের প্যারিস জয় করার যাত্রায় তাদের স্বাগত জানাই।”
Advertisement
Advertisement



